ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন জুবাইদা রহমান

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার (৬ মে) সকালে লন্ডন থেকে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। সেখান থেকে চিকিৎসাধীন মাকে দেখতে হাসপাতালে যাবেন জুবাইদা রহমান।

রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ডা. জুবাইদা রহমানের মা, বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দা ইকবাল মান্দ বানু। হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করার পর ডা. জুবাইদা ধানমণ্ডিতে বাবার বাড়িতে উঠবেন। বাংলাদেশে থাকাকালে তিনি এ বাড়িতে থাকবেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রুম্মন বলেন, ‘তিনি (ডা. জুবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনও ঠিক হয়নি।’

আজ সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পান।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত।

১৭ বছর পর দেশে ফিরলেন জুবাইদা রহমান

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন জুবাইদা রহমান

আপডেট সময় ০৫:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার (৬ মে) সকালে লন্ডন থেকে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। সেখান থেকে চিকিৎসাধীন মাকে দেখতে হাসপাতালে যাবেন জুবাইদা রহমান।

রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ডা. জুবাইদা রহমানের মা, বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দা ইকবাল মান্দ বানু। হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করার পর ডা. জুবাইদা ধানমণ্ডিতে বাবার বাড়িতে উঠবেন। বাংলাদেশে থাকাকালে তিনি এ বাড়িতে থাকবেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রুম্মন বলেন, ‘তিনি (ডা. জুবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনও ঠিক হয়নি।’

আজ সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পান।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত।

১৭ বছর পর দেশে ফিরলেন জুবাইদা রহমান