মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা উপজেলায় রাত পোহালেই অনুষ্ঠিত হবে ভোট। গত ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় নির্বাচন কমিশন উপকূলের কয়েকটি উপজেলার সাথে মোংলা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে। পরবর্তিতে ৯ জুন এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।
এদিকে এই নির্বাচনকে ঘিরে ৪৮টি কেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ৪৮টি কেন্দ্রকে অধিক গুরুত্ব দিয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে শনিবার (৮ জুন) দুপুর ১২টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯ মে। ঝড়ের কারণে তা পিছিয়ে রোববার (৯ জুন) করার সিদ্ধান্ত হয় এবং এটিই হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের শেষ নির্বাচন।
এদিকে মোংলা উপজেলার নির্বাচনকে সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনী।