“মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি” এমটিপিএস এর খুলনা বিভাগীয় প্রধান সাব্বির আহমেদ ও তার সহকর্মীর বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের পেশাগত দায়িত্ব পালন করার কারণে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাজানো ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব লায়ন এম.এস.খান, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহমুদুন্নবী জ্যোতি, সাংগঠনিক সচিব সাংবাদিক মোঃ ইদ্রিস। তারা নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (এমটিপিএস) এর খুলনা বিভাগীয় সভাপতি সাব্বির আহমেদ ও তার সহকর্মীর নামে মোড়লগঞ্জ থানায় গত ১৩/০৭/২৫ইং তারিখে মামলা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দের দাবি, মামলাটি সম্পূর্ণ সাজানো, পাতানো এবং পুরোপুরি মিথ্যা। তারা অবিলম্বে সাজানো পাতানো মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির নেতৃবৃন্দ বাগেরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সত্যিকারের ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূল্য শাস্তি প্রদান এবং সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান ও তার সহকারীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।