ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায়  গার্মেন্টস কর্মী বোঝাই ট্রলার ডুবি 

মোংলায় গার্মেন্টস কর্মী বোঝাই একটি জালি বোর্ট (ট্রলার) ডুবির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা ফেড়ী ঘাট থেকে পশুর নদী পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে যাওয়ার সময় এ  দুর্ঘটনা ঘটে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নী। তবে অনুসন্ধান চালাচ্ছে প্রশাসন ও  ডুবুড়ি দলের সদস্যরা।
পুলিশ জানায়, খুলনার দাকোপের ঢাংমারী রিসোর্টের “এমবি ইরাবতি” নামক একটি জালি বোর্ট (ট্রলার) সন্ধায় মোংলা ফেড়ি ঘাটে পর্যটক নিতে আসে বোট মালিক কামাল হোসেন।
 এসময় মোংলা ইপিজেড এর গার্মেন্টস ছুটি হলে এ বোটে প্রায় ৬০/৭০ জন নারী-পুরুষ যাত্রী বোঝাই করে মোংলা ফেরি ঘাট থেকে ঢাংমারী উদ্দেশে ছেড়ে যায়। কিনার থেকে কিছুদুর যাওয়ার পর অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে মুহুর্তের মধ্যে বোটটি একদিকে কাত হয়ে ডুবে যায়।
 এসময় যাত্রীরা সাতার কেটে কিনারে উঠতে পারলেও ২/৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে ডুবুড়ি দলের সদস্য অনুসন্ধান চালায় এবং ডুবন্ত বোটটিকে টেনে কিনারে আনতে স্বক্ষম হয়েছে। তবে বোটের মধ্যে কোন লোকের সন্ধ্যান পাননী তারা।
মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, রবিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে একটি জালি বোটে যাত্র বোঝাই করে পশুর নদীর পশ্চিম পাড়ে যাওয়ার সময় বোটটি ডুবে যায়। খবর পেয়ে অন্যান্য প্রশাসনের সাথে পুলিশও উদ্ধারে সহায়তা করে৷
 তবে রাত ৮ টা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নী৷ যদি কেউ নিখোঁজ থেকে থাকে সে ব্যাপারে সোমবার সকালে হয়তো জানা যাবে।
তার পরে কেউ নিখোজ আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ডুবিড়ি দল।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায়  গার্মেন্টস কর্মী বোঝাই ট্রলার ডুবি 

আপডেট সময় ১২:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
মোংলায় গার্মেন্টস কর্মী বোঝাই একটি জালি বোর্ট (ট্রলার) ডুবির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা ফেড়ী ঘাট থেকে পশুর নদী পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে যাওয়ার সময় এ  দুর্ঘটনা ঘটে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নী। তবে অনুসন্ধান চালাচ্ছে প্রশাসন ও  ডুবুড়ি দলের সদস্যরা।
পুলিশ জানায়, খুলনার দাকোপের ঢাংমারী রিসোর্টের “এমবি ইরাবতি” নামক একটি জালি বোর্ট (ট্রলার) সন্ধায় মোংলা ফেড়ি ঘাটে পর্যটক নিতে আসে বোট মালিক কামাল হোসেন।
 এসময় মোংলা ইপিজেড এর গার্মেন্টস ছুটি হলে এ বোটে প্রায় ৬০/৭০ জন নারী-পুরুষ যাত্রী বোঝাই করে মোংলা ফেরি ঘাট থেকে ঢাংমারী উদ্দেশে ছেড়ে যায়। কিনার থেকে কিছুদুর যাওয়ার পর অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে মুহুর্তের মধ্যে বোটটি একদিকে কাত হয়ে ডুবে যায়।
 এসময় যাত্রীরা সাতার কেটে কিনারে উঠতে পারলেও ২/৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে ডুবুড়ি দলের সদস্য অনুসন্ধান চালায় এবং ডুবন্ত বোটটিকে টেনে কিনারে আনতে স্বক্ষম হয়েছে। তবে বোটের মধ্যে কোন লোকের সন্ধ্যান পাননী তারা।
মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, রবিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে একটি জালি বোটে যাত্র বোঝাই করে পশুর নদীর পশ্চিম পাড়ে যাওয়ার সময় বোটটি ডুবে যায়। খবর পেয়ে অন্যান্য প্রশাসনের সাথে পুলিশও উদ্ধারে সহায়তা করে৷
 তবে রাত ৮ টা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নী৷ যদি কেউ নিখোঁজ থেকে থাকে সে ব্যাপারে সোমবার সকালে হয়তো জানা যাবে।
তার পরে কেউ নিখোজ আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ডুবিড়ি দল।