মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদের শেষ নির্বাচনে শেষ হয়েছে মোংলা উপজেলার ভোট গ্রহণ। রবিবার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই চলে এই ভোট। এখন চলছে গননা। এই উপজেলায় মোট ৪৫ শতাং ভোট পড়েছ বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
তিনি বলেন, এই উপজেলায় একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যানের ভোটের চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।
এদিকে এ উপজেলায় কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট শেষ হলেও নির্বাচন ঘিরে নিরাপত্তা বাহিনীর তৎপর ছিল উল্লেখযোগ্য। এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হন অন্তত ১৪ জন।
মোট ভোটার ছিলেন এক লাখ ২০ হাজার ৪৬৫ জন। তার মধ্যে এ উপজেলার ৪৮টি কেন্দ্রে ভোট পড়েছে মোট ভোটের ৪৫ শতাংশ।
আরো পড়ুন : মোংলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক