মোংলায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের পর মাদকসহ এক পরিবারের দুই জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে পৌর শহরের রাজ্জাক সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।
তিনি বলেন, মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) “মোংলায় মাদকের রাজত্ব – নীরব প্রশাসন” শিরোনামে বেশ কিছু নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ হয়। তারপরই মোংলা থানা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, পৌর ৮নং ওয়ার্ডের পূর্ব শেহলাবুনিয়া রাজ্জাক সড়কের মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে ও স্ত্রী। রনি হাওলাদার (২৬) ও সবুরা খাতুন (৪৭)। তারা সম্পর্কে মা ছেলে।
এছাড়াও ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন আরো বলেন, আমরা মাদকবিরোধী অভিযানে রনি ও সবুরা খাতুন কে ১০পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছি। তারা মাদক মামলায় ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) ভুক্ত আসামী, যার নং জিআর ৫৩/২৪ (মোংলা)
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রবিবার (১৩ জুলাই) আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃংখলা রক্ষা, মাদক রোধে মোংলা থানা পুলিশের অভিযান চলমান যা ভবিষ্যতে মাদকের বিরুদ্বে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা।