হাত-পা ছাড়াই জন্ম নেওয়া লিতুন জিরার এসএসসিতেও চমক

যশোরের মণিরামপুরে হাত-পা ছাড়া জন্ম নেওয়া সেই অদম্য মেধাবী লিতুন জিরা এসএসসির ফলাফলেও চমক দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরার পরিবার। ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানায়, সে আরও ভালোভাবে লেখাপড়া করে চিকিৎসক হতে চায়। অদম্য ইচ্ছাশক্তিতে … Continue reading হাত-পা ছাড়াই জন্ম নেওয়া লিতুন জিরার এসএসসিতেও চমক