ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ভুয়া কবিরাজের ঔষধ বিক্রি ও পঁচিশ হাজার টাকায় অবাধ্য স্বামীকে বাধ্য

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী কারীগর পাড়ার পাশে নূবনবী নামের একজন সরকারি অনুমোদন ছাড়াই ভুয়া কবিরাজের আড়ালে বিভিন্ন কোম্পানির এ্যালোপাথি, ইউনানী,আয়ুর্বেদ, ও ঝাড়ফুক, পানিপড়া,তাবিজ কবজ,যাদু,টোনা,এবং বান মেরে প্রতিনিয়ত বিভিন্ন এলাকার অসহায় গরীব,অবলা সরলতম মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

গত শুক্রবার সকালে গ্রামপাঙ্গাসী নূরনবী কবিরাজ এর বাসায় গিয়ে দেখা যায় তিনি কয়েকজন মহিলা রোগী নিয়ে আসর বসিয়ে ঝাড়ফুক দিচ্ছেন। এসময় সাংবাদিকরা উপস্থিত হলে রোগীদের বিদায় করেন এবং সাংবাদিকরা নিজের পরিচয় গোপন করে কবিরাজ নুরনবীকে জিজ্ঞেস করলে বলেন, আমি সকল রোগেরই চিকিৎসা দিয়ে থাকি।যেমন স্বামী স্ত্রীর গড়মিল হলে, হারানো মাল বের করা, এছাড়াও শারীরিক মানসিক সকল রোগের চিকিৎসা করে থাকি।

এদিকে কবিরাজি ও চিকিৎসার বৈধ কোন সনদপত্র ও সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে কবিরাজ নূরনবী বলেন, এগুলো লাগেনা। অন্য দিকে অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য ২০/২৫ হাজার টাকা লাগবে এবং অগ্রীম পাঁচ হাজার পাঁচ শত টাকা দিতে হবে বলে জানান । অগ্রীম টাকা দেওয়ার পরে যদি কাজ না হয় তাহলে কোন টাকা ফেরত দেওয়া হয় না বলেও পরিস্কার জানান কবিরাজ নূরনবী।  কবিরাজি করতে গিয়ে রাশির সাথে মিলে গিয়ে অন্য কোন ভালো মানুষও মারা যেতে পারে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন ভুলভাল ঔষধ দিয়ে গরীব অসহায় মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দিন দিন অবৈধ টাকার পাহাড় গড়তে শুরু করেছেন। বিষয় টি সংশ্লিষ্ট প্রসাশন, ও দূর্নীতিদমনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভুয়া কবিরাজের ঔষধ বিক্রি ও পঁচিশ হাজার টাকায় অবাধ্য স্বামীকে বাধ্য

আপডেট সময় ০১:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী কারীগর পাড়ার পাশে নূবনবী নামের একজন সরকারি অনুমোদন ছাড়াই ভুয়া কবিরাজের আড়ালে বিভিন্ন কোম্পানির এ্যালোপাথি, ইউনানী,আয়ুর্বেদ, ও ঝাড়ফুক, পানিপড়া,তাবিজ কবজ,যাদু,টোনা,এবং বান মেরে প্রতিনিয়ত বিভিন্ন এলাকার অসহায় গরীব,অবলা সরলতম মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

গত শুক্রবার সকালে গ্রামপাঙ্গাসী নূরনবী কবিরাজ এর বাসায় গিয়ে দেখা যায় তিনি কয়েকজন মহিলা রোগী নিয়ে আসর বসিয়ে ঝাড়ফুক দিচ্ছেন। এসময় সাংবাদিকরা উপস্থিত হলে রোগীদের বিদায় করেন এবং সাংবাদিকরা নিজের পরিচয় গোপন করে কবিরাজ নুরনবীকে জিজ্ঞেস করলে বলেন, আমি সকল রোগেরই চিকিৎসা দিয়ে থাকি।যেমন স্বামী স্ত্রীর গড়মিল হলে, হারানো মাল বের করা, এছাড়াও শারীরিক মানসিক সকল রোগের চিকিৎসা করে থাকি।

এদিকে কবিরাজি ও চিকিৎসার বৈধ কোন সনদপত্র ও সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে কবিরাজ নূরনবী বলেন, এগুলো লাগেনা। অন্য দিকে অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য ২০/২৫ হাজার টাকা লাগবে এবং অগ্রীম পাঁচ হাজার পাঁচ শত টাকা দিতে হবে বলে জানান । অগ্রীম টাকা দেওয়ার পরে যদি কাজ না হয় তাহলে কোন টাকা ফেরত দেওয়া হয় না বলেও পরিস্কার জানান কবিরাজ নূরনবী।  কবিরাজি করতে গিয়ে রাশির সাথে মিলে গিয়ে অন্য কোন ভালো মানুষও মারা যেতে পারে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন ভুলভাল ঔষধ দিয়ে গরীব অসহায় মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দিন দিন অবৈধ টাকার পাহাড় গড়তে শুরু করেছেন। বিষয় টি সংশ্লিষ্ট প্রসাশন, ও দূর্নীতিদমনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।