চট্টগ্রামে হিন্দু সংগঠন ইসকনকে নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে ঘিরে শহরের হাজারী গলি নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হিন্দু সংগঠনের নেতাদের বিক্ষোভ মিছিল একসময় বিক্ষোভকারী, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।
এতে এ পর্যন্ত অন্তত সাতজন পুলিশ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানাবেন তারা।
তবে, সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আটক হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতারা।
এছাড়া, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। হাজারীগলির মূল ফটকে তালা মারা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।