ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

স্বজনদের আহাজারি

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

ঘটনার পরপরই তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

নিহত সেলিমের ফুফাতো ভাই মো. রিদুয়ান বলেন, ‘চাচির জানাজা শেষে ওষুধ কিনতে ঈষাণ ভট্টের হাট এলাকায় গিয়েছিলেন সেলিম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফেরদৌস আক্তার ও মেয়ে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা দুই যুবকসহ চার-পাঁচজন দুর্বৃত্ত এসে সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে।’

সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, ‘হঠাৎ একটি অটোরিকশায় কয়েকজন এসে আমার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। আমিও মোটরসাইকেল থেকে পড়ে যাই। হামলাকারীদের মধ্যে ইলিয়াস নামে একজনকে চিনেছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হামলা ঘটতে পারে। নিহত সেলিম যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘গুলিবিদ্ধ সেলিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৬:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

ঘটনার পরপরই তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

নিহত সেলিমের ফুফাতো ভাই মো. রিদুয়ান বলেন, ‘চাচির জানাজা শেষে ওষুধ কিনতে ঈষাণ ভট্টের হাট এলাকায় গিয়েছিলেন সেলিম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফেরদৌস আক্তার ও মেয়ে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা দুই যুবকসহ চার-পাঁচজন দুর্বৃত্ত এসে সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে।’

সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, ‘হঠাৎ একটি অটোরিকশায় কয়েকজন এসে আমার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। আমিও মোটরসাইকেল থেকে পড়ে যাই। হামলাকারীদের মধ্যে ইলিয়াস নামে একজনকে চিনেছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হামলা ঘটতে পারে। নিহত সেলিম যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘গুলিবিদ্ধ সেলিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।