গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আলহাজ্ব লায়ন মোঃ নাসির উদ্দীন বলেছেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভুমিকা অপরিসীম। গত শুক্রবার কটিয়াদি উপজেলা প্রেস ক্লাব কতৃক আয়োজিত বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ।
ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাসিকোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় নাসির উদ্দীন বলেন, জুলাই আগষ্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে বিপ্লবের চেতনাকে ধারণ করে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভুমিকা হতে পারে যুগান্তকারী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনে ভুমিকা রাখতে তিনি সাংবাদিকদের আহবান জানিয়ে যেকোনো প্রয়োজনে তাদের পশে থাকাবেন বলেও জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান (বাচ্চু), কটিয়াদি উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ আলীউজ্জামান মহসিন,সাংবাদিক আব্দুর রফ ভুইয়া, সোহাগ মিয়া, মুস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সবুজ বাঙ্গালী, আসাদ মিয়া প্রমুখ ।