‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল কটিযাদিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালন করে উপজেলা প্রশাসন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো: শাহজাহান কবীর ভূঁঞা, কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম।