কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মেম্বারের বিরুদ্ধে বালুকাণ্ড নিয়ে নামে-বেনামে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা, অসত্য তথ্য প্রচারের অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মেম্বার তার নিজ নামে বালুকাণ্ড নিয়ে নামে-বেনামে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা,বানোয়াট ও অপপ্রচারের অভিযোগ এনে বলেন, আমি এই বালুর সামান্য কোনো শেয়ার মালিক ও নই, অথচ একটা স্বার্থন্মেষী মহল কোনোরকম তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে মিথ্যা অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করি।
এ বিষয়ে মসূয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মসূয়া ইউপির সদস্য আশরাফুল আলম পল্লব তালুকদার বলেন, এই বালুকাণ্ডের সাথে জহির মেম্বার জড়িত নয়। একদল আওয়ামী প্রেতাত্মারা বিএনপি ও জহির মেম্বারের মানহানি করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক বলেন, জহির মেম্বার এই বালুর সাথে জড়িত নয়।একটা কুচক্রীমহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।