মিজানুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামের সংবাদ কর্মী মোঃ মিজানুর রহমান।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সেলিম মিয়া নামে এক ব্যক্তি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
পারিবারিক একটি দ্বন্দ্বের জেরে এই সংবাদ কর্মী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছিল। আর এরই জেরে একটি নারীকে দিয়ে মিথ্যা একটি মামলা সাজায় সেলিম মিয়া। অভিযোগ করা হয়, এই সংবাদকর্মী একটি নারীকে মারধর করে পেটের বাচ্চা নষ্ট করেছে। অথচ এই সংবাদকর্মী অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে রেহাই পেতে কাউন্টার মামলা সাজায় সেলিম মিয়া।
মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে যে ঘটনাটি সাজানো হয়েছে তা আদৌ সত্য নয় বলে দাবি তার। নারীকে মারধরের বিষয়ে কিছুই জানেন না এমনকি এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি এই সংবাদকর্মীর।
একটি চক্র পরিকল্পিতভাবে পূর্ববতী অপরাধকে আড়াল করতেই কাউন্টার এ মিথ্যা মামলাটি সাজায় ও গণমাধ্যম কর্মীকে কুনঠাসা করতেই তাদের এ প্রচেষ্টা বলে দাবি তার।