জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে জাতীয়তাবাদী লেখক ফোরামের পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধ নিবেদন করেছেন। এ সময় আলোচনা ও কবিতা পাঠ আয়োজন করা হয়। কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই সংগ্রাম।
তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে সকল সংগ্রাম ও লড়াইয়ে নজরুল আমাদের সার্বক্ষণিক চেতনার উৎস। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সর্বত্রই নজরুলের কবিতা আমাদেরকে সাহস জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে।
তিনি আরো বলেন, নজরুল আমাদের জাতীয়তাবাদী চেতনার অগ্রনায়ক। শহীদ জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছেন, তার সূত্রপাত ঘটিয়েছিলেন নজরুল। তারেক রহমানও সেই চেতনায় অগ্রসরমান।
কবিতা পাঠ ও মোনাজাতে অংশগ্রহন করে বিশিষ্ট বাচিক শিল্পী নাসিম আহমেদ। এ সময় তিনি বলেন, নজরুলের কবিতা কন্ঠে ধারন করতে করতে আমি আজ বরেণ্য আবৃত্তি শিল্পী। যে দীপ্ত চেতনা ধারন করে আমরা এগিয়ে যাচ্ছি তা নজরুলেরই অবদান।
সংগঠনের সাধারন সম্পাদক ডক্টর শহিদ আজাদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ তার সূত্র নজরুল। নজরুলের শিকল ভাঙার গান আমাদের মুক্তির দিশা।
মসয়ুদ মান্নান বলেন, নজরুল শুধু জাতীয় কবি নন তিনি আমাদের জীবনের অংশ।
আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ফোরামের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, শাওন আসগর, হাসান কামরুল, রি হোসাইন, মুহাম্মদ আতাউল্লাহ খান, আবু জাফর দিলু প্রমূখ।