ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে ঢাবিতে ছাত্রদলনেতা খুন, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করেনি তারা।

গতকাল মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরের পাশে তিন যুবক সাম্যের ওপর হামলা চালায়। হামলার সময় দুই যুবকও আহত হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে যান। সেখান থেকেই পুলিশ তাদের আটক করে। হামলায় জড়িত তৃতীয় ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামীম।

সাম্যর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন ছাত্রদল নেতাকর্মী ও তার সহপাঠীরা। এতে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

চার দিনের রিমান্ডে মমতাজ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ছুরিকাঘাতে ঢাবিতে ছাত্রদলনেতা খুন, আটক ২

আপডেট সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করেনি তারা।

গতকাল মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরের পাশে তিন যুবক সাম্যের ওপর হামলা চালায়। হামলার সময় দুই যুবকও আহত হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে যান। সেখান থেকেই পুলিশ তাদের আটক করে। হামলায় জড়িত তৃতীয় ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামীম।

সাম্যর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন ছাত্রদল নেতাকর্মী ও তার সহপাঠীরা। এতে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

চার দিনের রিমান্ডে মমতাজ