ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি আন্দোলন; “মুভ বাংলাদেশ মুভ”

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গত ১০ নভেম্বর ২০২৪ থেকে ‘বাংলাদেশি আন্দোলন’ নামে এক অহিংস সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হল- ‘সকল বিদেশী পণ্য বর্জন করুন, দেশে উৎপাদন বৃদ্ধি করুন’।

দেশে উৎপাদিত পণ্য বিশেষ করে প্রতিদিনের নিত্য ব্যবহার্য অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য সমূহ ব্যবহারে দেশপ্রেমিক নাগরিকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা আন্দোলনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো নিত্য ব্যবহার্য পণ্য মানসম্মতভাবে উৎপন্ন ও বাজারজাতকরণে উৎসাহী হবে। সেই সাথে কমবে দেশের বেকার সমস্যা। দেশের সম্পদ দেশেই থাকবে, দেশ এগিয়ে যাবে উন্নতির শীর্ষে।

দেশপ্রেমের অভাবনীয় আদর্শ বুকে ধারণ করে ‘মুভ বাংলাদেশ মুভ’ শিরোনামের আন্দোলন অফিসিয়ালি চলবে ১০ জুন ২০২৫ পর্যন্ত। সর্বমোট ২১২ দিন। নভেম্বর মুভ নামে পরিচিতি পাওয়া এ আন্দোলনের প্রথম ঘোষণা আসে ১৬ সেপ্টেম্বর ২০২৪।

ঘোষণা দেন লেখক, কবি সুফি বাংলার পান্থ। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে জনসংযোগ ও প্রচারণার কাজ পুরোদমে শুরু হয়েছে। একদল তরুন বিগ্রেড সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে ‘মুভ বাংলাদেশ মুভ’ শিরোনামের এ আন্দোলন ছড়িয়ে দিচ্ছে সারাদেশে।

সাত মাসের এ মুভমেন্ট দেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলতে পারে তা এখন দেয়ার বিষয়। বাংলার পান্থ মেমোরিয়ালের মাধ্যমে বাংলাদেশি আন্দোলন সামগ্রিকভাবে পরিচালিত হচ্ছে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবো : মুস্তাক আহমেদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশি আন্দোলন; “মুভ বাংলাদেশ মুভ”

আপডেট সময় ০৪:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গত ১০ নভেম্বর ২০২৪ থেকে ‘বাংলাদেশি আন্দোলন’ নামে এক অহিংস সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হল- ‘সকল বিদেশী পণ্য বর্জন করুন, দেশে উৎপাদন বৃদ্ধি করুন’।

দেশে উৎপাদিত পণ্য বিশেষ করে প্রতিদিনের নিত্য ব্যবহার্য অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য সমূহ ব্যবহারে দেশপ্রেমিক নাগরিকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা আন্দোলনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো নিত্য ব্যবহার্য পণ্য মানসম্মতভাবে উৎপন্ন ও বাজারজাতকরণে উৎসাহী হবে। সেই সাথে কমবে দেশের বেকার সমস্যা। দেশের সম্পদ দেশেই থাকবে, দেশ এগিয়ে যাবে উন্নতির শীর্ষে।

দেশপ্রেমের অভাবনীয় আদর্শ বুকে ধারণ করে ‘মুভ বাংলাদেশ মুভ’ শিরোনামের আন্দোলন অফিসিয়ালি চলবে ১০ জুন ২০২৫ পর্যন্ত। সর্বমোট ২১২ দিন। নভেম্বর মুভ নামে পরিচিতি পাওয়া এ আন্দোলনের প্রথম ঘোষণা আসে ১৬ সেপ্টেম্বর ২০২৪।

ঘোষণা দেন লেখক, কবি সুফি বাংলার পান্থ। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে জনসংযোগ ও প্রচারণার কাজ পুরোদমে শুরু হয়েছে। একদল তরুন বিগ্রেড সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে ‘মুভ বাংলাদেশ মুভ’ শিরোনামের এ আন্দোলন ছড়িয়ে দিচ্ছে সারাদেশে।

সাত মাসের এ মুভমেন্ট দেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলতে পারে তা এখন দেয়ার বিষয়। বাংলার পান্থ মেমোরিয়ালের মাধ্যমে বাংলাদেশি আন্দোলন সামগ্রিকভাবে পরিচালিত হচ্ছে।