শামসুল হক মামুন, কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের ভৈবরে রজব আলী নামে মাজারের খাদেমের রহস্য জনক ভাবে মৃত্যু। লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রজব আলী কালিকা প্রসাদ টেকের হাটির মৃত সিরাজ ছেলে আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে কালিকা প্রসাদ ইউনিয়নের ডেকেরচর পশ্চিমপাড়া এলাকার পোড়াশাহ পাগলার মাজারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই দুলাল মিয়া জানান, রাত দেড়টার দিকে ভাইকে নিয়ে মাজারে একসাথে চা খেয়েছি। এ সময় রুমান মিয়া, কট্রা পাগলা, আবুল মিয়া, এরশাদ মিয়া নামের চারজন লোক আমাদের সাথে ছিল। আমি চলে যাওয়ার সময় তাদের মাজারে রেখে যাই। ভোর বেলা শুনতে পায় কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে।
কালিকা প্রসাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার (স্থানীয়) জাহান মিয়া জানান, রজব আলী একজন ভাল মানুষ ছিলেন। তার কোনো শত্রু ছিল না। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কে বা কারা তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইটের এলোপাথারি আঘাতে রজব আলীর মৃত্যু হয়েছে। তার শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন : চেয়ারম্যান প্রার্থী মামুন আল মাসুদ খানের ইশতেহার ঘোষণা