ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লাকিকে গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাতে ঢাবির ৭১ হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে সমবেত হন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হোসাইন বলেন, ‘লাকি আক্তারের আজকের উপস্থিতি প্রমাণ করে, এটা ধর্ষণবিরোধী আন্দোলন নয়, বরং এটা জুলাই বিরোধী আন্দোলন। তারা ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

আরেক শিক্ষার্থী আমিনুল হক অভি বলেন ‘গণজাগরণ মঞ্চের লাকি আক্তার যেই আন্দোলনে জড়িত, সেই আন্দোলনকে আমি সন্দেহের চোখে দেখি। তাদের কার্যক্রমে গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। তারা ফ্যাসিবাদের দোসর।’

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

লাকিকে গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

আপডেট সময় ১২:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাতে ঢাবির ৭১ হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে সমবেত হন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হোসাইন বলেন, ‘লাকি আক্তারের আজকের উপস্থিতি প্রমাণ করে, এটা ধর্ষণবিরোধী আন্দোলন নয়, বরং এটা জুলাই বিরোধী আন্দোলন। তারা ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

আরেক শিক্ষার্থী আমিনুল হক অভি বলেন ‘গণজাগরণ মঞ্চের লাকি আক্তার যেই আন্দোলনে জড়িত, সেই আন্দোলনকে আমি সন্দেহের চোখে দেখি। তাদের কার্যক্রমে গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। তারা ফ্যাসিবাদের দোসর।’

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের