ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি এখন শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে আলোচিত। ঠিক এমন সময়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর (জাভেদ) বিদেশে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদের খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আলজাজিরা।
এক অনুসন্ধানী প্রতিবেদনে আল-জাজিরা বলছে, কেবল যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাইফুজ্জামান চৌধুরী। এর বেশির ভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। প্রতিবেদনে সাইফুজ্জামানের বিলাসী জীবনের গল্পও উঠে এসেছে। তিনি উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা ব্যবহার করেন, তা নিজেই আলজাজিরাকে বলেছেন।
প্রতিবেদনে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, এটা টেইলর-মেডের জুতা। আমি হেরডসেও কাস্টম মেড (নির্দিষ্ট গ্রাহকের জন্য বিশেষভাবে তৈরি) জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে চার মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে।
জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ছয় হাজার পাউন্ড (এক পাউন্ড সমান ১৫৯ টাকা। অর্থাৎ ৬ হাজার পাউন্ড সমান ৯ লাখ ৪৫ হাজার টাকা)। আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড। এটা খুবই ভালো। চার মাস লাগে তৈরি হতে।
স্যুট পছন্দ করেন জানিয়ে সাইফুজ্জামান আল-জাজিরাকে জানান, প্রতিবার তিনি লন্ডনে গেলে স্যুট কিনতে দু–তিন হাজার পাউন্ড ব্যয় করেন। সুপার ২০০, সুপার ১৮০— মডেলের স্যুট কেনা হয়। সুপার ২০০–এর দাম ছয় হাজার পাউন্ড। কেনালি বন্ড স্ট্রিটে গিয়ে কেনেন তিনি। এরপর তারাই বাসায় পৌঁছে দেয়।
আরো পড়ুন : গুলশান থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার