বন বিভাগের কর্মকর্তা পরিচয়ে সিরাজগঞ্জ সদরে কাঠের ফার্নিচার বহণকারী পিকআপে চাঁদাবাজির সময় গ্রেপ্তার হওয়া বন প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পাবনা বিভাগীয় বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. মাতলুবুর রহমান এ তথ্য জানান।
অভিযুক্ত রিপন মিয়া (৪৩) বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত ইকো পার্কের বন প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সে সদর উপজেলার জারিলা মধ্যপাড়ার আবু বক্কার মন্ডলের ছেলে।
বন কর্মকর্তা মাতলুবুর রহমান বলেন, বন প্রহরী রিপন মিয়া চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার সংবাদ পেয়ে শুক্রবার (১৫ নভেম্বর) রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়ের হওয়া মামলায় সে আদালতে দোষী সাব্যস্ত হলে পরবর্তীতে তাকে স্থায়ী বরখাস্ত করা হবে।