“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার ( ২৪ আগস্ট) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে আলোচনা সভা , র্যালি, সফল মাছ চাষীদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে ধারণা প্রদান, শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচিসহ সপ্তাহের মূল্যায়ন ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।