মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার (১৮ মার্চ) পবিত্র মাহে রমজানের ইফতারের পূর্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
আরো বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী ইউএনও রাসেদুল হাসান আটোয়ারী উপজেলায় মাত্র ১০০ দিন দায়িত্ব পালন করে বেশ সুনাম অর্জন করেছেন। ইউএনও রাসেদুল হাসান সবার কাছে দো’য়া চেয়ে বলেন, অল্প দিনের দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক দল সহ এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি।
আলোচনা শেষে উপজেলা পরিষদ,অফিসার্স ক্লাব, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট সহ পৃথক পৃথকভাবে উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি আটোয়ারী উপজেলা থেকে বিদায় নিয়ে নওগাঁ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।
আরও পড়ুন : আটোয়ারী উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন