কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের সহযোগিতায় যুব সংগঠন ব্যবস্থাপনা ও জেন্ডার ট্রান্সফরমেটিভ এ্যাপ্রোচ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী শনিবার ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার অফিস কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সভাপতি তাসলিমা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সোহরাব আলী, সিএনবি প্রজেক্টের ফিল্ডফেসিলিটেটর আব্দুল লতিফ, জেসমিন আক্তার, ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সহ সভাপতি মিলন চন্দ্র বর্মণ, সাধারন সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।
এ সময় সংগঠনটির অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।