মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিদিন ঃ
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কাটাবাড়ি জমিদারপাড়া বিলের মধ্যে আকমল হোসেনের মরিচ খেতে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রংপুর জেলা কোতয়ালী থানা পুলিশ। আজ সকালে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে এসে একটি লাশ পড়ে থাকা থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করলে রংপুর জেলা কোতয়ালী থানার পুলিশ এসে সেই লাশটি উদ্ধার করে। লাশটি যেন সনাক্তকরণ করতে না পারে তাই গলা থেকে মাথা পযর্ন্ত মুখ মন্ডল পুড়িয়ে ফেলা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসি।
রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ বলেন, সকাল ০৮:০০ ঘটিকার সময় ৯৯৯ সংবাদের প্রেক্ষিতে সদর উপজেলার কাটাবাড়ী জমিদার পাড়া বিরে মরিচ খেতে একজন অজ্ঞাত নামা মৃত যুবকের লাশ উদ্ধার করেছি। মৃত দেহ অর্ধ গলিত ছিল। তার পরিচয় এখন পযর্ন্ত পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, আমরা পরিচয় উদঘাটন সহ কি কারণে কি ভাবে মৃত্য সংঘটিত হয়েছে সেটা উদঘাটনের জন্য যথেষ্ট চেষ্ঠা চালাচ্ছি ও তদন্ত চলছে।