রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে ২০২৪ সকাল ৯ টায় মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল মাঠে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ বেতার রাজশাহী এর আলোচক মুফতি আলী আজগর রশিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকী, গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, জামতৈল ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, মনোহরপুর স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ৭ নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম, ফোরামের ছাত্র উপদেষ্টা আলাউদ্দিন সেখ, আবুল হোসেন মাষ্টার, ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ আর হাসান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ, ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, ফোরামের সাংস্কৃতিক সম্পাদক আবু তালহা মহুরী ও সমাজসেবক শাহিনসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত জিপিএ প্রাপ্ত-৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরো পড়ুন : রায়গঞ্জের আঞ্চলিক মহাসড়কের বেহাল দশায় জনতার ভোগান্তি