“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং মোহনপুর উপজেলা প্রসাশনের আয়োজনে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র্যালীটি শুরু হয়ে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
মোহনপুর উপজেলা ক্রীড়া সংস্থা হতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামের একটি র্যালী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছিলো। উক্ত র্যালী আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দাকার, নির্দেশনা অনুযায়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস,ধূরইল ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন, বন্ধন ঋণদান সমবায় সমিতির সভাপতি, খায়রুজ্জামান লিটন সহ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।