আজ বৃহস্পতিবার মোহনপুর উপজেলা বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়। মোহনপুর উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির ছিলেন, বিএনপির পবা মোহনপুরের বিএনপির এমপি প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মিলন, বিএনপির মোহনপুর উপজেলা সভাপতি মোঃ শামিমুর রহমান মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু, মোহনপুর উপজেলার সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বকুল, ধুর ইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ কাজেম উদ্দিন, জাহান বাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান , উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর সামাদ, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, কেশরহাট সভাপতি মশিউর রহমান হাসি, গ্রাম ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল মালেক সাধারণ ব্যবসায়ী মোঃ জাফর ইকবাল ।