সিরাজগঞ্জে রায়গঞ্জ সলঙ্গা থানার ভুইয়াগাঁতীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর জনসভা সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩শে নভেম্বর সন্ধ্যায় ভুইয়াগাঁতী মকুল মার্কেটের নিচ তলায় রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন। রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্ঠা আমিনুল বারী, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মন্ডল, ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ওমর ফারুক বাবু, ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম রেজা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও উপজেলা মৎস্যজীবী দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আগামী ২৭শে নভেম্বর নিমগাছি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।