সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বোয়ালিয়ার চর গ্রামের তমছেরের ছেলে মাঃ আবদুর রসিদ এরান্দহ তালুকদার পাড়া মসজিদে দীর্ঘ দিন ধরে ইমামতি করে আসছেন। এরই মধ্যে পার্শবর্তী মৃত আবু শামার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গত শনিবার ইমাম রসিদ রাত সাড়ে বারোটায় তার সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরে। এসময়ে এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সচেতন যুবক ছেলেরা তাদের আটক করে।
এ ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইমাম রসিদ পলাতক রয়েছে ও মৃত আবু শামার স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে তাদের বাসায় কাউকে পাওয়া যায় নি। রাতেই তিন লাখ টাকার বিনিময়ে ঘটনার রফাদফা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মাজদা’র হোসেন ও রফিকুল ইসলামের নেতৃত্বে এই অবৈধ অনৈতিক কাজটি রাতেই ধামাচাপা দিয়ে রেখেছে বলেও খবর পাওয়া গেছে। রবিবার বেলা বারোটায় নলকা ইউনিয়ন পরিষদের হল রুমে শালিস বৈঠক করা হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য মাজদা’র হোসেন বলেন, আমি এ বিষয়ের সাথে জড়িত ন। আজ সকালে আমাকে শালিস বৈঠকের কথা বলে ডেকে আনা হয়েছে।
অন্য দিকে রফিকুল ইসলাম বলেন বিষয়টি আমরা মীমাংসার চেষ্টা করছি।
ঘটনার নায়ক ইমাম রসিদ মোবাইল ফোনে বলেন, এবিষয়ে আমি আপনাকে পরে বলবো বলে ফোন কেটে দেন।
অন্য দিকে ইমাম রসিদের একটি মোবাইল ফোন ও মটর সাইকেল স্থানীয় জনতা আটক করে রেখে দেন বলেও জানা গেছে। স্থানীয় কিছু জনতা বলেন, ঘটনা আমরা রাতেই শুনেছি। এর সত্যিটা বের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
জানা যায়, ইমাম রসিদ শাজাহান আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে চাকরিও করেন। অপর দিকে ঘটনা পর্ব শত্রুতার জের বলে জানান ইমাম রসিদ এর আত্মাীয় স্বজনরা।