ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।  গত মঙ্গলবার উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন আইন বহির্ভূত কাজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি। 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বর্তমান প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ক্ষমতার প্রভাব ও দাপটের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হন এবং এলাকার কতিপয় আওয়ামী লীগ নেতার দলীয় প্রভাব ও ক্ষমতার মাধ্যমে রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম (শিহাব)-কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন পূর্বক নিজ সুবিধামতো পরিচালনা কমিটি গঠন করে এবং প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সভাপতির সাথে যোগসাজশের মাধ্যমে মেধার কোন তোয়াক্কা না করে একাধিক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন।
লিখিত অভিযোগে সূত্রে আরো জানা যায়, আওয়ামী লীগ সরকারের বাক-প্রতিবন্ধকার কারনে এলাকার কেউ প্রধান শিক্ষক ও সভাপতির এমন  কার্যকলাপের প্রতিবাদ করার সাহস করেনি। সরেজমিনে তদন্ত পূর্বক দেড়াগাঁতী-রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান অভিযোগকারী।
এদিকে এই প্রতিবেদককে স্কুলটির বেহাল দশা সরেজমিনে ঘুরে দেখায় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে বলে, আমরা শিক্ষকদের আদর্শে নিজেদের গড়ে তুলতে চাই। কিন্তু কিন্তু শিক্ষক যদি হয় নীতি নৈতিকতাহীন দূর্নীতিগ্রস্থ তাহলে আমরা কি শিখবো?
সরেজমিনে বিদ্যালয়টিতে গেলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে জানায়, আপনারা গণমাধ্যমকর্মী। আমরা আপনাদের শ্রদ্ধা করি সন্মান করি। আমরা আশাবাদী আপনাদের লেখনীর মাধ্যমে সত্যটা তুলে ধরবেন।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম শিহাবের নিকট যোগাযোগ করলেও তারা কোন মন্তব্য করেন নাই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।  গত মঙ্গলবার উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন আইন বহির্ভূত কাজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি। 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বর্তমান প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ক্ষমতার প্রভাব ও দাপটের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হন এবং এলাকার কতিপয় আওয়ামী লীগ নেতার দলীয় প্রভাব ও ক্ষমতার মাধ্যমে রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম (শিহাব)-কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন পূর্বক নিজ সুবিধামতো পরিচালনা কমিটি গঠন করে এবং প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সভাপতির সাথে যোগসাজশের মাধ্যমে মেধার কোন তোয়াক্কা না করে একাধিক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন।
লিখিত অভিযোগে সূত্রে আরো জানা যায়, আওয়ামী লীগ সরকারের বাক-প্রতিবন্ধকার কারনে এলাকার কেউ প্রধান শিক্ষক ও সভাপতির এমন  কার্যকলাপের প্রতিবাদ করার সাহস করেনি। সরেজমিনে তদন্ত পূর্বক দেড়াগাঁতী-রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান অভিযোগকারী।
এদিকে এই প্রতিবেদককে স্কুলটির বেহাল দশা সরেজমিনে ঘুরে দেখায় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে বলে, আমরা শিক্ষকদের আদর্শে নিজেদের গড়ে তুলতে চাই। কিন্তু কিন্তু শিক্ষক যদি হয় নীতি নৈতিকতাহীন দূর্নীতিগ্রস্থ তাহলে আমরা কি শিখবো?
সরেজমিনে বিদ্যালয়টিতে গেলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে জানায়, আপনারা গণমাধ্যমকর্মী। আমরা আপনাদের শ্রদ্ধা করি সন্মান করি। আমরা আশাবাদী আপনাদের লেখনীর মাধ্যমে সত্যটা তুলে ধরবেন।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম শিহাবের নিকট যোগাযোগ করলেও তারা কোন মন্তব্য করেন নাই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন : রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত