টাংগাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গা ক্যাম্পাসে শনিবার (২৩নভেম্বর) শাহীন শিক্ষা পরিবার’র এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, এবার সলঙ্গা থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ,পঞ্চম শ্রেণীর প্রায় ৪৫৮জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১ম শিফটে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী সকাল ১০টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত মোট ১৯১জন শিক্ষার্থী এবং ২য় শিফট বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪র্থ ও ৫ম শ্রেনীর মোট ২৬৭জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্থানীয় ডাক্তার দ্বারা মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিটর হিসেবে কক্ষ পরিদর্শক চড়িয়া কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুলমালা খাতুন, নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাইয়েদা সুলতানা দায়িত্ব পালন করেন।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মোঃ আব্দুস সামাদ ও রাকিব হোসেন বলেন, অবিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি।