সিরাজগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে- প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে- উক্ত প্রস্তুতি আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ নূর নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোঃ জিয়াউর রহমান, ত্রাণ ও পুণবাসন কর্মকর্তা আঃ বাছেদ, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ ফজলে- রাব্বী, সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ,জেলা
গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা জামায়াতে ইসলামী’র সেক্টেটারী অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ।
এসময়ে উক্ত প্রস্তুতি সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মানিক সাহা, জেলা নেতা শ্রী রাজকুমার দাস, সদর উপজেলা সভাপতি শ্রী বিজয় দত্ত অলোক,সাধারণ সম্পাদক শ্রী জনি সাহা, সদর থানা সভাপতি শ্রী অশোক ব্যানার্জি, পৌর কমিটির সভাপতি সাংবাদিক শ্রী হীরকগুণ, সাধারণ সম্পাদক শ্রী জনি সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এসময়ে জেলা সকল উপজেলা, থানা, পৌর কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গা পুজা উৎসব উদযাপন নির্বিঘ্নে সুন্দর ভাবে এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও করার লক্ষ্য ব্যাপক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।