রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে জনতার হাতে ট্রাক সহ ৫ গরু চোর আটক হয়েছে। বরিবার রাতে উপজেলার ঘুড়কা বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘুড়কা বাজারে খাবার হোটেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় সাধারণ জনতা ট্রাকসহ ৫ গরু চোরকে আটক করে। আটককৃতদের ট্রাক সহ ঘুড়কা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। আটককৃতরা হলেন, শাহজাদপুরের বাদশা, দিনাজপুরের রাজু, ময়মনসিংহের বাবু, বান্দরবানের বাবুল ও বারেক।
এ ব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি থানায় অবহিত করেছি।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অবগত আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।