ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ছেলে। আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নূরজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আব্দুল মান্নান খন্দকার তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়িয়া মধ্যপাড়া এলাকার নূরজাহান হোটেলের সামনে মহাসড়কের খানাখন্দ এড়াতে অটোরিকশাটি মাঝখান দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। দুর্ঘটনার পর আহত রাসেল খন্দকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ছেলে। আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নূরজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আব্দুল মান্নান খন্দকার তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়িয়া মধ্যপাড়া এলাকার নূরজাহান হোটেলের সামনে মহাসড়কের খানাখন্দ এড়াতে অটোরিকশাটি মাঝখান দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। দুর্ঘটনার পর আহত রাসেল খন্দকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।