রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে প্রতিদিন হু হু করে বাড়ছে যমুনাসহ সব কয়টি নদীর পানি। এতে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা ও ফসলি জমি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ৩দিন পানি বাড়বে ও বিপৎসীমা অতিক্রম করার এবং সিরাজগঞ্জে বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে।
সিরাজগঞ্জ (পাউবো) সুত্রে জানা যায়, শনিবার (২২ জুন) দুপুরে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া, কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮২ মিটার। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার নিচ প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে তলিয়ে গেছে চরের নিম্নাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গবাদি পশু নিয়ে চরাঞ্চলের লোক বিপদে পড়েছে। বন্যা হওয়ার আশংকায় চর অঞ্চল ও নিম্ন এলাকার মানুষ বাড়ি ঘর ও গবাদিপশু নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে শংকা রয়েছে।