সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও দুয়ারী জাল জব্দ করার পর তা যমুনা নদীর পাড়ে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সিরাজগঞ্জ সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টা হতে বিকেল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি। এসময়ে সাথে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকতা আমজাদ হোসেন, মাঠ সহকারী গোলাম রাব্বী সহ নৌ- পুলিশের এএস আই জুলফিকার আলীসহ নৌ-ফাড়ির এবং সদর উপজেলা মৎস্য দপ্তরের অন্য সদস্যরা।
যমুনা নদীর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে হতে ৬৫টি নিষিদ্ধ ‘চায়না ও দুয়ারী’ জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ২ লক্ষ টাকা। পরে জব্দকৃত জাল গুলো বিধি অনুযায়ী জনসম্মুখে যমুনা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।