সংযুক্ত আরব আমিরাতে আজ দুপুর ১টায় মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি, মৌলভীবাজারের সন্তান আব্দুস সামাদ সহ আরো তিন জন। অন্য দুজনের একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন।
তার মৃত্যুর খবরে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইন্জিঃ কবীর হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন সহ সকল সদস্য গভীরভাবে শোকাহত। তার সততা, নিষ্ঠা, ও পরোপকারী মানসিকতা সবার মনে চিরকাল অমলিন থাকবে বলে উল্লেখ করেন । আব্দুস সামাদ ছিলেন একজন নিরলস পরিশ্রমী ও মানবদরদী নেতা, যিনি প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন। মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ।