সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন জমিয়তের উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্বাস) অংশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জমিয়তের মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের একটি কনভেশন হলে সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের প্রতি তিনি এ দাবি জানান।
সংবাদ সম্নেলনে সৈয়দ তালহা আলম বলেন, আল্লামা মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় একটি ষড়যন্ত্রকারী মহল মব জাস্টিসের মাধ্যমে নানা পায়তারা করছে। এমন কি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাকে টার্গেট করা হচ্ছে। রোববার দিবাগত রাত ২- ২.৩০ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সিলেট নগরীর সেনপাড়াস্থ আমার বাসায় এক জমিয়ত নেতার সন্ধানে আসে। পরে ফোন দিয়ে আমি ওই নেতাকে বলি, আত্মসমর্পণ করার জন্য। পরবর্তীতে জানতে পারি, মব জাস্টিসের মাধ্যমে সূর্যাস্তের আগে গ্রেফতার দেখাতে একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেয়। নতুবা দেশজুড়ে হরতালসহ জনভোগান্তিমূলক কার্যক্রম চলবে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও শঙ্কিত। এ ঘটনায় আমার বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। আমাকে বলা হচ্ছে, আমি আমেরিকা পালিয়া যাচ্ছি। এতে আমার মানহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ষড়যন্ত্র করছে তাদের ভবিষ্যতে দেখা হবে। তিনি বলেন,আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া একটি নিরীহ আলেম সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার করা যাবে না। ময়না তদন্তের রিপোর্ট তারাতারি প্রকাশের জন্য আমরা প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। মাওলানা মুশতাক আহমেদ কিভাবে মারা গেছেন প্রশাসনকে তার প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে। এটা হত্যাকাণ্ড হয়ে থাকলে প্রকৃত দোষীদের খোঁজে বের করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। তিনি আরো বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় হাম্নাদ গাজী নগরী ও মাওলানা তৈয়বুর রহমানকে সঠিকভাবে জিজ্ঞাসা করলে হয়তো সব তথ্য বেরিয়ে আসবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্বাস) অংশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, নির্বাহী সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা মুসতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনে ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উন্নত প্রযুক্তি থাকাসত্ত্বেও জমিয়তের আমাদের নেতৃবৃন্দের প্রতি মিথ্যাচারের দুয়ার খোলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট জনগণের সামনে তুলে ধরার আহবান জানান। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া বিভিন্ন ধরনের মবের মাধ্যমে কাউকে যদি গ্রেফতার করা হয় সেটি হবে নিন্দনীয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।
গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে দিরাই রাস্তার পয়েন্ট থেকে নিখোঁজ হন মুশতাক গাজিনগরী। নিখোঁজের ৫৭ ঘণ্টা পর গত ৫ সেপ্টেম্বর সকালে তাসুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।