ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত

সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে শিশু ও নারীসহ ছয়জনের। এ ছাড়া আহত আরও পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লীবিদ্যুৎ সমিতি ২-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের স্বজনরা জানায়, হতাহতদের একজন ছাড়া বাকি সবাই পরস্পরের আত্মীয়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

দুর্ঘটনার পর সিলেট তামাবিল সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

পুলিশ জানায়, সিলেটগামী একটি গরুবোঝাই পিকআপ জাফলংগামী একটি লেগুনাকে পাশ কাটাতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ লেগুনার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার মঙ্গলী পাত্র (৫০), সুচিতা পাত্র (৩৫), তার ছয় মাসের শিশুসন্তান বিজলি পাত্র, ঋতু পাত্র (৮), সাবিত্রী পাত্র (৩৫) ও শ্যামলা পাত্র (৫৫)।

গুরুতর অহত পুশ পাত্র (৪০), তাঁর দুই সন্তান ও লেগুনাচালককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় রাস্তায় দীর্ঘ যানজট লাগে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হতাহতরা সবাই মঙ্গলী পাত্রের মেয়ের বিয়ের বৌভাত অনুষ্ঠানে পাঁচটি লেগুনা ভাড়া করে উপজেলার মোকামপুঞ্জিতে যাচ্ছিল।

আরও পড়ুন : শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৮ জনকে বহিষ্কার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত

আপডেট সময় ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে শিশু ও নারীসহ ছয়জনের। এ ছাড়া আহত আরও পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লীবিদ্যুৎ সমিতি ২-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের স্বজনরা জানায়, হতাহতদের একজন ছাড়া বাকি সবাই পরস্পরের আত্মীয়। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

দুর্ঘটনার পর সিলেট তামাবিল সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

পুলিশ জানায়, সিলেটগামী একটি গরুবোঝাই পিকআপ জাফলংগামী একটি লেগুনাকে পাশ কাটাতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ লেগুনার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার মঙ্গলী পাত্র (৫০), সুচিতা পাত্র (৩৫), তার ছয় মাসের শিশুসন্তান বিজলি পাত্র, ঋতু পাত্র (৮), সাবিত্রী পাত্র (৩৫) ও শ্যামলা পাত্র (৫৫)।

গুরুতর অহত পুশ পাত্র (৪০), তাঁর দুই সন্তান ও লেগুনাচালককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় রাস্তায় দীর্ঘ যানজট লাগে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হতাহতরা সবাই মঙ্গলী পাত্রের মেয়ের বিয়ের বৌভাত অনুষ্ঠানে পাঁচটি লেগুনা ভাড়া করে উপজেলার মোকামপুঞ্জিতে যাচ্ছিল।

আরও পড়ুন : শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৮ জনকে বহিষ্কার