ঐতিহাসিক বদর দিবস
মাহমুদুন্নবী জ্যোতি
১৭ই রমজান’ বদর প্রান্তরে
যুদ্ধের দামামা বাজে অন্তরে
অসম এক যুদ্ধ জয়ের ঐতিহাসিক দিন
মুশরিকদের চক্রান্ত হয়েছিল বিলীন
সেনাপতি দ্বীনের নবী যোদ্ধা সাহাবি
মরলে শহিদ বাঁচলে গাজী-পাওয়া যাবে সবই
অকুতোভয় চৌ্দ্দ সাহাবি দিয়ে দিলেন প্রাণ
জয়ী হলো ইসলাম, বাড়ল নবীর মান
শাহাদাতের অমীয় সূধা পান করলেন যারা
বেহেশতের গুলবাচিগায় পাখি হলেন তারা
বলেছেন খোদা শহিদেরা মরে না তো কভু
নিয়মাফিক কবর যদিও দেয়া হয় তবু
মৃত্যু তাদের ছুঁতে পারে না-এটা তাদের শান
বাড়িয়ে দেন মর্যাদা মহা মহিয়ান
জীবনের জীন্দেগী যখন যাবে টুটে
শাহাদাতের মর্যাদা যেন ভাগ্যে জোটে