ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এক ধরনের ধোঁয়াসা; এক ধরনের অন্ধকার!

  • হাসান আলীম
  • আপডেট সময় ০১:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • 234

টকটকে লাল সূর্য তো ছাত্র জনতা
বুকের রক্ত ঝরিয়ে ছিনিয়ে এনেছে,
পালিয়ে গিয়েছে কালো শেয়াল,
লক্ষ্মণ সেনের বরকন্দাজ
যদিও ঘাপটি মেরে চোরাগলি, ঘুপচি ঘরের
মধ্য থেকে, কেউ কেউ সুরম্য অট্টালিকা থেকে ফুস করে উঠছে,
তোমরা কি কিচ্ছু বুঝতে পারছো না?
ওদের অনেকে বহালতবিয়তে রয়েছে
তোমরা এতটা সহজ সরল হয়ে ওদের ভুলে যেওনা,
ওরা কিন্তু ভীষণ হিংস্র, কুটিল চানক্য চার্বাক চেলা –
তোমরা মিস গাইড হয়োনা
তোমরা কিন্তু বিপ্লবী –
বিপ্লবের মশাল জ্বালিয়ে যারা অন্ধকার তাড়িয়ে দিয়েছে
তোমরা তাদেরই ফসল,
তোমাদের অবশ্যই বিপ্লবী চারিত্র্য থাকতে হবে,
নতুবা হোচোট খাবে।
তোমরা কি করছো, কখনো কখনো তাল গোল পাকিয়ে ফেলছো,
কেমন একটা ধোঁয়াসা
ঘুলঘুলি অন্ধকার!
স্পট করো তোমাদের বন্দর,
পাল তোল সমুদ্র উচ্ছ্বাসে
কোটি জনতার সম্মিলিত হাতে হাত রাখো
আর যেন ফিরে না আসে কোন রাক্ষসী পাতকী!

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রায়গঞ্জে নও মুসলিমের বাড়িঘর দখল, হত্যা ও গুম চেষ্টার অভিযোগ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এক ধরনের ধোঁয়াসা; এক ধরনের অন্ধকার!

আপডেট সময় ০১:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

টকটকে লাল সূর্য তো ছাত্র জনতা
বুকের রক্ত ঝরিয়ে ছিনিয়ে এনেছে,
পালিয়ে গিয়েছে কালো শেয়াল,
লক্ষ্মণ সেনের বরকন্দাজ
যদিও ঘাপটি মেরে চোরাগলি, ঘুপচি ঘরের
মধ্য থেকে, কেউ কেউ সুরম্য অট্টালিকা থেকে ফুস করে উঠছে,
তোমরা কি কিচ্ছু বুঝতে পারছো না?
ওদের অনেকে বহালতবিয়তে রয়েছে
তোমরা এতটা সহজ সরল হয়ে ওদের ভুলে যেওনা,
ওরা কিন্তু ভীষণ হিংস্র, কুটিল চানক্য চার্বাক চেলা –
তোমরা মিস গাইড হয়োনা
তোমরা কিন্তু বিপ্লবী –
বিপ্লবের মশাল জ্বালিয়ে যারা অন্ধকার তাড়িয়ে দিয়েছে
তোমরা তাদেরই ফসল,
তোমাদের অবশ্যই বিপ্লবী চারিত্র্য থাকতে হবে,
নতুবা হোচোট খাবে।
তোমরা কি করছো, কখনো কখনো তাল গোল পাকিয়ে ফেলছো,
কেমন একটা ধোঁয়াসা
ঘুলঘুলি অন্ধকার!
স্পট করো তোমাদের বন্দর,
পাল তোল সমুদ্র উচ্ছ্বাসে
কোটি জনতার সম্মিলিত হাতে হাত রাখো
আর যেন ফিরে না আসে কোন রাক্ষসী পাতকী!

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.