জোছনার জলছবি
মাহমুদুন্নবী জ্যোতি
জোছনার জলছবির মতো এঁকেছিলাম স্বপ্নগুলো
কখনো আবার সাদা কাগজে সাদা হরফের
মতো অদৃশ্য আল্পনায় সাজিয়েছি অনাগত আগামী
নীলাভ আকাশের বুকে উড়িয়েছি প্রত্যাশার ঘুড়ি
দিন শেষে নিশির কোলে কিম্বা নিশাবসানে
ভোরের স্নিগ্ধতায় ফিরে আসে আহত পাখির মতো
হতাশায় মুহ্যমান হৃদয়ে অব্যক্ত রোদনের ঝর্ণাধারা
প্রবাহিত হতো আঁখিযুগলে, নিস্তব্ধ নিশুতি রাতে
কিন্তু যার সমীপে আমার সত্ত্বা, আমার জীবন
তাঁর তো হিসেব নিখুঁত… দান অযুত নিযুত
তাইতো অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দে আন্দোলিত হই
ভুলে যাই অতীতের অপাংক্তেয় স্বপ্নমঞ্জুরি
বেঁচে থাকি জীবনদাতার অপরিমেয় দয়ায়
আর এভাবেই থাকতে চাই পরবর্তী জীবনেও…