না চাইতেই মিশে যাও সত্তার সাথে
রাতের আঁধার ছিঁড়ে যুক্ত রও – থাকো প্রাতে।
অনুভবে প্রতিক্ষণে দোলা দিয়ে যাও
মানো না ঝড়-বৃষ্টি কিংবা দখিনা বাও।
আমি চাইনা ক্ষরিত হতে – চাইনা দহন
চাইনা অংকুরোধগম্ হতে – না চাই স্ফূরণ।
অব্যয়ের বৃত্তে চক্র আমার অব্যয়েই রই দীপ্ত
অহেতুক দুর্বারতায় চাইনা হতে তৃপ্ত।
সময়ের স্রোতে নেই মহাজাগতিক টান
প্রাচীন প্রথায় অকৃত্তিমতায় চলছে আমার যান।
আমি নই তোমাদের মতো কৃত্তিমতার ফানুস
মানুষ হতে পারিনি ঠিক – তবে নই অমানুষ।
আস্থার এই পিরামিডে ধরেনি এখনো ফাটল
আমৃত্যু এমনই রবে – রবে এমনই অটল।
তবু কেন উঁকি-ঝুঁকি এমন গোপন অভিসার
পাইনা খুঁজে মর্ম-তত্ত্ব কিসের এ সারাৎসার!
সত্তার সাথে সত্তার এ কেমন আনাড়িপনা
রৌদ্র-দগ্ধ কঠিন সময়ে এ কেমন আলপনা!
এখনো কি হয়নি সময় সমঝোতা-চুক্তি!
এখনো কি হয়নি সময় মিলন কিংবা মুক্তি!