মন কি তোমার ইতিহাস হতে পারে
হৃদয় কি পারে সভ্যতা ছুঁয়ে দিতে
বুক কি এঁকেছে ভূগোলের কোনো দাগ
জীবন পারো কি নিজস্ব করে নিতে।
স্বপ্ন তোমার কবিতা কখনো হয়
কল্প কি হয় গল্পের মতো কিছু
আবেগের ঢেউ হয় কি গানের বাণী
স্মৃতির বাঁশরি ডাকে কি তোমার পিছু।
পাথরে কখনো ফোটাতে পারো কি ফুল
হও কি কখনো কোমল মাটির ঘ্রাণ
কিংবা ফলের নুয়ে পড়া ডাল হয়ে
পরিতৃপ্তির গন্ধে ভরাও প্রাণ!
লোভের তৃষ্ণা নিভিয়ে চলো কি পথ
লালসা পেরিয়ে অল্পে তুষ্ট হও
দুর্দিনে একা দুঃসাহসের জোশে
নিত্য নতুন স্বপ্নের কথা কও
যে ঝড়ে সবাই নিরাশার ছবি আঁকে
তুমি কি আশার আকাশ আঁকতে পারো
ভয়াল রাতের পর্দা ছিন্ন করে
নতুন দিনের সূর্য আনতে পারো!
সবাই যেখানে অন্ধের মতো ছোটে
তুমি কি জ্বালাও বিবেক দৃষ্টি বাতি
ঐতিহ্যের মিনার একাকী তোলো
যেখানে জাতির সবাই আত্মঘাতি!
সকলেই হোক স্বার্থের কাছে নত
সত্যের দিকে তুমি হও ক্রমাগত!।
আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.