বিরহের খেয়া
জান্নাতুল মাওয়া
একটা ছিন্নভিন্ন চাঁদ!
জোছনা ছিঁড়ে ফেটে চৌচির,
আলোর বদলে ঝরছে রক্ত,
কাঁদছে চাঁদের দেহ।
একটা বাঘ গ্রীলড চিকেনের মতন
কেটেফেঁড়ে খেয়েছে জোছনা।
মমতাহীন নিষ্ঠুর হাত,দাঁত,নখ!
নির্মম সেই পৈশাচিক আনন্দ।
জোছনা চোখ মোছে না,
ভাবে না,
পরের বার আবারও ধ্বংস হতে প্রস্তুতি নেয়।
যেন জন্ম হয়েছে বারবার পদদলিত হতে।
জোছনাকে পায়ের তালুতে পিষছে-
সিগারেটের শেষাংশের মতন।
যে পিষছে, জোছনা তার কাছেই
বিলিন হতে ছোটে,
মমতার জন্য কাঁদে,
বিড়ালের মতন স্নেহ পেতে গা ঘেঁষে।
তখন, বিনিময়ে সে অস্ত্রের আঘাত পায়।
সে আঘাতকেই প্রেম নাম দিয়ে বুকে
জড়িয়ে বাঁচার স্বপ্ন দেখে।
জোছনা এখন রক্তশূন্য মরু!
বৃষ্টি শুধু ঝরেই….
তাতে মাটি ভেঁজে না।
আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…