ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যাদের অবদানে এই দেশ 

যাদের অবদানে এই দেশ
মো:খলিলুর রহমান
লাখো শহীদের রক্তের বিনিময়ে
পেয়েছি একটি দেশ,
সবুজ শ্যামলীমায় ভরে আছে তার
নেইকো রূপের শেষ
সে যে আমার বাংলাদেশ।
সাতচল্লিশ, বায়ান্ন,ঊনসত্তর, একাত্তর-এ
ছিল বাংলার শহীদদের অবদান,
তাইতো মোরা এক ভাষাতে মাকে ডাকি
একই সুরে গাই গান।
১৬ কোটি বাঙালিকে যারা রেখেছ সযতনে
 দিলে শান্তির নীড়,
ইতিহাসে অম্লান হয়ে রবে মোদের
আত্মত্যাগী সেই বীর।
যত বীর বাঙালি, যত ছেলে হারা মা
রক্তে রঞ্জিত করেছে বাংলার মাটি,
তোমরা স্মরণীয়, তোমরা বরণীয়,
তোমরা উন্নত শির,তোমরাই প্রকৃত খাঁটি।
তোমরা দিয়েছো একটি পতাকা,
একটি সোনার বাংলা,
গাইলো পাখি, হাসলো চাষী
খুলেছে সুখের  জানালা।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

রায়গঞ্জে নও মুসলিমের বাড়িঘর দখল, হত্যা ও গুম চেষ্টার অভিযোগ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যাদের অবদানে এই দেশ 

আপডেট সময় ০৭:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
যাদের অবদানে এই দেশ
মো:খলিলুর রহমান
লাখো শহীদের রক্তের বিনিময়ে
পেয়েছি একটি দেশ,
সবুজ শ্যামলীমায় ভরে আছে তার
নেইকো রূপের শেষ
সে যে আমার বাংলাদেশ।
সাতচল্লিশ, বায়ান্ন,ঊনসত্তর, একাত্তর-এ
ছিল বাংলার শহীদদের অবদান,
তাইতো মোরা এক ভাষাতে মাকে ডাকি
একই সুরে গাই গান।
১৬ কোটি বাঙালিকে যারা রেখেছ সযতনে
 দিলে শান্তির নীড়,
ইতিহাসে অম্লান হয়ে রবে মোদের
আত্মত্যাগী সেই বীর।
যত বীর বাঙালি, যত ছেলে হারা মা
রক্তে রঞ্জিত করেছে বাংলার মাটি,
তোমরা স্মরণীয়, তোমরা বরণীয়,
তোমরা উন্নত শির,তোমরাই প্রকৃত খাঁটি।
তোমরা দিয়েছো একটি পতাকা,
একটি সোনার বাংলা,
গাইলো পাখি, হাসলো চাষী
খুলেছে সুখের  জানালা।
আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.