মাহমুদুন্নবী জ্যোতি
ডেঙ্গু নিয়ে পঙ্গু আজ সিটি কর্পোরেশান
পরিণামে জনগণ হচ্ছে পেরেশান।
প্রতিদিনই বাড়ছে রোগী ছুটছে হাসপাতালে
ডেঙ্গুর এমন মহামারি হয়নি কোনো কালে।
মশার কাছে সরকার আজ বড়ই অসহায়
মেয়র মন্ত্রী আমলা সবাই করছে হায় হায়।
ভেজাল ওষুধ ভেজাল মানুষ এডিস জেনে গেছে
লোক দেখানো চেষ্টা তাই হয়ে যাচ্ছে মিছে।
মশার রাজ্য ঢাকা থেকে ছড়লো সারা দেশে
সব জেলাতে করলো প্রবেশ যেন বীরের বেশে।
মশার কাছে অসহায় হয়ে পড়লেও জাতি
মশা মারা নিয়েও তবু হচ্ছে দুর্নীতি।
সরকার বলে ডেঙ্গু নিয়ে ভয়ের কিছু নাই
উল্টো চিত্র হাসপাতালে নেই রোগীর ঠাঁই।
ভয়ে বেহুশ দেশের মানুষ মশার হলো জয়
দায়িত্বশীল! লোকেরা তাও মিথ্যা কথাই কয়।
প্রতিদিনই মরছে মানুষ বাড়ছে হাহাকার
প্রতিরোধে রাখতে হবে বাড়িঘর পরিস্কার।
পরিচ্ছন্নতাই রুখতে পারে এডিসের বিস্তার
জনগণ পেতে পারে ডেঙ্গু থেকে নিস্তার।
শিরোনাম :
মশার হলো জয়
- চলমান বার্তা ডেস্ক :
- আপডেট সময় ০১:২০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- 475
জনপ্রিয় সংবাদ