পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার কিছুটা সম্ভাবনা ছিল বাংলাদেশের। তবে, ভারতের বিপক্ষে ভরাডুবিতে এখন আর সেটি সম্ভব নয়। ভারত সিরিজের ব্যর্থতা ভোলার আগেই আরও একটি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আজ বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শঙ্কা কাটিয়ে সাকিব আল হাসানকে নিয়েই টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন কেবল খালেদ আহমেদ। এ ছাড়া, ভারত সিরিজের স্কোয়াডই অপরিবর্তিত আছে।
সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকলেও নিরাপত্তা ইস্যুতে সরকারের পক্ষ হতে সবুজ সংকেত থাকায় সাকিবকে রাখা হয়েছে স্কোয়াডে। বিভিন্ন সূত্র মতে, আগামীকাল দেশে ফিরতে পারেন সাকিব।
মূলত, ভারত সিরিজের মাঝেই দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছে পোষণ করেন সাকিব। সেই কারণেই তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে, ঢাকা না চট্টগ্রাম, কোথায় অবসর নেবেন সাকিব, সেটা এখনও জানা যায়নি। তবে, দেশসেরা এই ক্রিকেটারের রাজসিক বিদায়ের অপেক্ষায় ভক্তরা।
আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।