জারা চৌধুরীর মিডিয়ায় পথচলা ২০২৩ সালে শুরু,পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত, ঠিক এ কথাকেই বাস্তবে রুপান্তিত করেছেন সম্ভবনাময় মেধাবী এই তরুনী। দেশের স্বনামধন্য অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করে যাচ্ছেন নবাগত এই প্রতিবাবান অভিনয় শিল্পী। সে তার অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করতে চায়।
সে অল্প অল্প করে নিজের লক্ষে পৌঁছানোর জন্য কাজ করছে। সম্প্রতি এই অভিনেত্রীর “ভাইরাল ফ্যামিলি” সিরিয়াল নাটকটি মুক্তি পায়। নাটকটি পরিচালনা করেন ফিরোজ আহমেদ।
জারা চৌধুরী বলেন, আমি আস্তে আস্তে কাজ করে মানুষের মন জয় করতে চাই। আমার ইচ্ছা বাংলাদেশের সকল মানুষ আমাকে অভিনেত্রী হিসাবে চিনবে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।
এই তরুন অভিনেত্রী আরও বলেন, আশা করি আমার অভিনীত নাটক গুলো সবার ভালো লাগবে। আপনারা যত বেশি বাংলা নাটক দেখবেন আমরা ততবেশি কাজের অনুপ্রেরণা পাবো। আমরা কাজ করি আপনাদের জন্য। আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্য। আপনারা যদি আমাদের নাটক দেখে ভালো বলেন আমাদের কাজে সার্থকতা পারে।
জারা চৌধুরী এই মুহূর্তে বেশ কয়েকটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করছেন তার মধ্যে অন্যতম “সুজুকি বাইক”। পাশাপাশি খুব শিগগির কয়েকটি নাটকেও তাকে দেখা যাবে। তার আরেকটি নাটকের নাম ‘মায়ের স্বপ্ন’ এটি পরিচালনা করেন হৃদয় জাহান। নাটকাট ইতোমধ্যে টোটো আনলিমিটেড ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে।
এছাড়াও এই অভিনেত্রী বেশ কিছু ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন তার মধ্যে ৭ পর্বের ধারাবাহিক নাটক “কোরবানির ঈদের আশীর্বাদ”, “মহাপন্ডি”, “স্বপ্নের ভালোবাসা”,“আনারকলি” সহ আরও অনেক ভালো কাজ করে দর্শকের মনে স্থান করে নিয়েছেন এই নবাগত অভিনেত্রী জারা চৌধুরী।